জুড়ী টাইমস সংবাদঃ মৌলভীবাজারের জুড়ীতে আব্দুল আজিজ মেডিকেল সেন্টারে এক দিনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা: এস.কে নিজাম জাহিদ হোসেন।
গত মঙ্গলবার (২৫ অক্টোবর) আব্দুল আজিজ মেডিকেল সেন্টারে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান ফ্রি চিকিৎসা ক্যাম্পিং এ ১২২ জনকে সম্পূর্ন বিনা ভিজিটে সেবা প্রদান করা হয়।
ওইদিন সকালে উক্ত ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন আব্দুল আজিজ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডা: এস.কে নিজাম জাহিদ হোসেন। দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন ভারত থেকে আগত ইন্ডিয়া সুপার সোসলিক হাসপাতালের সিনিয়র কন্সালটেন্ট ডা: ফরিদ খাঁন, ডা: মো: জহর ও ডা: আবু হানিফ।
উক্ত সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন জুড়ীর স্বাস্থ্য ও চিকিৎসা অঙ্গনের পরিচিতমূখ মো: আল-আমিন তালুকদার, সুলতান হোসেন রাজু ও তাপস চক্রবর্তী।
এক প্রতিক্রিয়ায় আব্দুল আজিজ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডা: এস.কে নিজাম জাহিদ হোসেন বলেন, জুড়ী বাসীর গুনগত ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করাই আমাদের প্রদান লক্ষ্ যা আমরা শুরু থেকেই করে আসছি।
আমরা আগামী দিনে জুড়ীতে এই ভাবে বিদেশী ডাক্তার এনে সু-চিকিৎসা সেবা বঞ্চিত সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করবো।
No comments: